ঢাবিতে আজ সন্ধ্যা পর্যন্ত সংগ্রহ ১ কোটি ৯ লাখ টাকা

অর্থ দেওয়া হচ্ছে

ঢাবিতে আজ সন্ধ্যা পর্যন্ত সংগ্রহ ১ কোটি ৯ লাখ টাকা

অনলাইন ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র সমাজের ত্রাণ কার্যক্রমে পঞ্চম দিনে আজ সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট অর্থ এসেছে এক কোটি ৯ লাখ ৬৮ হাজার টাকা। এছাড়া বিপুল পরিমাণ খাবার ও পোশাক জমা পড়েছে। তবে এখন আর পোশাক নয়, খাবার সহায়তায় মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমন্বয়করা।

রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তারা।

 

তারা জানান, পঞ্চম দিনে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট নগদ অর্থ এসেছে ৮৫ লাখ ৬৮ হাজার টাকা।  ব্যাংকে এসেছে ২৪ লাখ টাকা।  

তারা জানান, প্রতিদিন ২৫ হাজার পরিবারে ত্রাণ সরবরাহ করছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। তাদের পক্ষ থেকে গণরান্না কমসূচির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

যেখানে ৮ লাখ মানুষের খাবার নিশ্চিত করা হবে৷ 

দুর্গম অঞ্চলে খাবার পৌঁছাতে ক্যাপাসিটি বাড়াতে হবে উল্লেখ করে তারা জানান, প্রতিদিন ২০টির অধিক ট্রাকে ত্রাণ যাচ্ছে। যেখানে ট্রাকপ্রতি ২০ হাজার প্যাকেট দেওয়া সম্ভব হচ্ছে।  

আগামীকাল মঙ্গলবার থেকে সেনাবাহিনীর মাধ্যমে দুর্গম এলাকায় ত্রাণ পাঠানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান সমন্বয়করা।
news24bd.tv/আইএএম