প্রজ্ঞাপন জারির আগে সচিবালয় না ছাড়ার ঘোষণা এইচএসসি পরীক্ষার্থীদের

প্রজ্ঞাপন জারির আগে সচিবালয় না ছাড়ার ঘোষণা এইচএসসি পরীক্ষার্থীদের

স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলো বাতিল ঘোষণার পরেও আন্দোলন ছেড়ে ঘরে ফিরছে না শিক্ষার্থীরা। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত সচিবালয় ছাড়বেন না বলে জানিয়েছেন তারা।

মঙ্গলবার (২০ আগস্ট) পরীক্ষা বাতিলের বিষয়ে বলা হলেও বিকেল ৫টার দিকে সচিবালয়ের সবগুলো গেটে অবস্থান নেন শিক্ষার্থীরা৷ প্রজ্ঞাপন জারির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

এর ফলে দীর্ঘ সময় অফিস শেষ করেও বাসায় ফিরতে না পারায় বিড়ম্বনায় পড়েছেন সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা।

এদিন বিকেলে স্থগিত এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের ঘোষণা দেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। তিনি বলেন, ‘স্থগিত থাকা পরীক্ষাগুলো না নেয়ার জন্য এইচএসসি পরীক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তাই স্থগিত থাকা বিষয়গুলোর পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। ফলাফল কীভাবে নির্ধারণ হবে, তা পরে সিদ্ধান্ত হবে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক