তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর ধসে পড়ল পাহাড়!

তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর ধসে পড়ল পাহাড়!

অনলাইন ডেস্ক

ভারতের সিকিমের তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের একাংশ ভূমিধসে গুঁড়িয়ে গেছে। গত কয়েক সপ্তাহ ধরে ওই জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি বেশ কয়েকবার ধস নেমেছে।

সবশেষ আজ মঙ্গলবার (২০ আগস্ট) বড় ভূমিধসের এ ঘটনা ঘটে। এর জেরে পাহাড়লাগোয়া ন্যাশনাল হাই়ড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ-৫ বাঁধটি ভেঙে গেছে।

দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, ৫১০ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনকারী এই কেন্দ্রটি নিয়ে আশঙ্কা বাড়ছিল কয়েকদিন ধরেই। পর পর কয়েকটি ধসের ঘটনার জেরে নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে আগেই সেখান থেকে কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

তবে আজ সকালে পাহাড়ের বিশাল অংশ ভেঙে পড়ে জলবিদ্যুৎ কেন্দ্রটির ওপর। যার জেরে ক্ষতিগ্রস্ত হয় তিস্তার স্টেজ-৫ বাঁধটি।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যমে পাহাড় ধসের একটি ভিডিও শেয়ার করেছেন স্থানীয়রা। পাহাড়ের বিশাল অংশ হুড়মুড়িয়ে জলবিদ্যুৎ কেন্দ্রের ওপর আছড়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

news24bd.tv/FA