সংস্কার চেয়ে আজ বিটিভির সামনে শিল্পীদের মানববন্ধন

সংস্কার চেয়ে আজ বিটিভির সামনে শিল্পীদের মানববন্ধন

অনলাইন ডেস্ক

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশনকে সংস্কারের দাবি তুলেছে মুক্ত শিল্পী সমাজ। আজ মঙ্গলবার বাংলাদেশ টেলিভিশনের উত্তর পাশসংলগ্ন গেটে ‘মুক্ত শিল্পীসমাজ’ নামের একটি অরাজনৈতিক সংগঠন মানববন্ধন করার কথা রয়েছে।

সংগঠনটির সঙ্গে আছেন গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, মিউজিশিয়ানসহ আরো অনেকে। আওয়ামী লীগ শাসনামলে ১৬ বছর ধরে বাংলাদেশ টেলিভিশন, বেতার ও শিল্পকলায় এঁদের অনেকেই ছিলেন কালো তালিকাভুক্ত।

তাঁরা কখনো সরকারি এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করার সুযোগ পাননি।  

মূলত সেই প্রতিবাদে এবং এই ‘কালো তালিকা’ বিলুপ্ত করার দাবিতে এই মানববন্ধন। জানিয়েছেন সমন্বয়কারী কণ্ঠশিল্পী মুহিন খান।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী বলেন, ‘আমাদের আশপাশের অনেকেই যোগ্যতা থাকা সত্ত্বেও গত ১৬ বছর কোনো কাজ করতে পারেননি সরকারি প্রতিষ্ঠানে।

তালিকায় আসিফ আকবর থেকে শুরু করে জনপ্রিয়তার শীর্ষে থাকা অনেকেই আছেন।

আমরা এই নিয়ম ভাঙতে চাই। কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী ও গীতিকার মুন্সি ওয়াদুদ স্যার আমাদের পক্ষে আছেন। তাঁরাই আমাদের এই উদ্যোগ নেওয়ার স্বপ্ন দেখিয়েছেন। ’

মুহিন আরো বলেন, ‘এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন, আমরা চাই আর যেন কোনো কালো তালিকা না হয়।

যোগ্যতা থাকার পরও আর যেন কোনো শিল্পীকে বেকার বসে থাকতে না হয়, সেটা নিশ্চিত করতে হবে। শিল্পীরা কোনো দলের নয়। শিল্পীরা সবার, সব মানুষের। ’

শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর পদত্যাগের উদাহরণ টেনে মুহিন আরো বলেন, ‘১৩ বছর পর দুর্নীতিবাজ লাকী পদত্যাগ করেছেন। আমরা একজোট হলে সব কিছুই সম্ভব। আর সেটা করে দেখানোর সময় এখনই। ’

news24bd.tv/TR