ঢাকার সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ স্বাভাবিক

দীর্ঘ আড়াই ঘন্টা পর 

ঢাকার সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ স্বাভাবিক

অনলাইন ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ট্রেন আটকে মানববন্ধন করছে এলাকাবাসী। মানববন্ধনে উপজেলার ব্যবসায়ী, শ্রমজীবী-পেশাজীবী, চাকুরীজীবী, আইনজীবী, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন। তবে দীর্ঘ আড়াই ঘণ্টা পর ঢাকার সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে শ্রীপুর রেলস্টেশন চত্বরে মানববন্ধন করছেন তারা।

এসময় তারা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে দেয়। এতে দুর্ভোগে পরেন ট্রেনের যাত্রীরা। যার ফলে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিলো। এবং দীর্ঘ আড়াই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

মানববন্ধনে অংশ ব্যক্তিরা জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলা অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি উপজেলা। এখানে জীবিকার তাগিদে দেশের প্রায় ৬৪ জেলার মানুষ বসবাস করেন। রাজধানীর পাশের জেলা হলেও যানজট ও পরিবহন সংকটের কারণে এ এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

বিষয়টি বিবেচনায় নিয়ে কয়েক বছর ধরেই ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলো যাত্রা বিরতির দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল। আন্দোলনের মুখে যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি অনুমোদন দেয়া হলেও বাকি ট্রেনগুলোর যাত্রাবিরতি কোন সিদ্ধান্ত আজ পর্যন্ত নেয়া হয়নি।

তাই ব্রহ্মপুত্র এক্সপ্রেসসহ অন্যান্য আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানিয়ে ফের মানববন্ধন করেছেন তারা। তবে দীর্ঘ আড়াই ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার সাইদুর রহমান বলেন, শ্রীপুর রেল স্টেশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে সোমবার বেলা সড়ে ১০টায় মানববন্ধন করছেন এলাকাবাসী। ওই সময় জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকে দিয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

news24bd.tv/SC