সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে: আইসিটি উপদেষ্টা

সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করা হবে: আইসিটি উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনের সময়ে যেসব স্টার্টআপ শিক্ষার্থীদের পক্ষ নেওয়ায় বিরূপ আচরণের শিকার হয়েছে, তাদের বিনিয়োগ নিয়ে পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইনের বিতর্কিত ধারাগুলো পুনর্বিবেচনা করতে হবে। এছাড়াও তিনি জানান, দেশে ও দেশের বাইরে যারা আইটিতে দক্ষ, তাদের নিয়ে তৈরি করা হবে স্পেশাল টিম।

news24bd.tv/FA