রেকর্ড গড়ে এবার ওটিটিতে কার্তিক আরিয়ানের 'চন্দু চ্যাম্পিয়ন'

রেকর্ড গড়ে এবার ওটিটিতে কার্তিক আরিয়ানের 'চন্দু চ্যাম্পিয়ন'

অনলাইন ডেস্ক

বলিউডের অন্যতম সফল অভিনেতা কার্তিক আরিয়ানের ছবি 'চন্দু চ্যাম্পিয়ন' বক্স অফিসে রেকর্ড গড়েছে। গত ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় 'চন্দু চ্যাম্পিয়ন ছবি। প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে মুক্তি পেয়েছে ছবিটি। গতকাল শুক্রবার ভারতে এবং ২০০টিরও বেশি দেশে স্ট্রিম করা হয় 'চন্দু চ্যাম্পিয়ন'।

 

কবীর খান পরিচালিত ছবিটি ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক জয়ী মুরলিকান্ত পেটকারের গল্পের উপর ভিত্তি করে তৈরি। যিনি ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের একজন সৈনিক ছিলেন এবং আঘাতের কারণে শারীরিকভাবে অক্ষম হয়েও পড়েছিলেন। অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও, পেটকার অনেক খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং ১৯৭২ সালে ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক জিতেছিলেন।

এই ছবিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন বিজয় রাজ, ভুবন অরোরা, যশপাল শর্মা, রাজপাল যাদব, অনিরুদ্ধ এবং শ্রেয়স তলপাড়ে।

 

news24bd.tv/TR