ইসরায়েলি হামলায় হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত

সংগৃহীত ছবি

ইসরায়েলি হামলায় হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত

অনলাইন ডেস্ক

আবারো ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাস নেতা নিহত হয়েছেন। হামাসের ওই জ্যেষ্ঠ কমান্ডারের নাম সামের আল হাজ। শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স।  

একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরের কাছে নিহত হয়েছেন সামের।

হামাসের তিনটি সূত্র এ তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছে। লেবাননের বন্দরশহর সিডন থেকে ৬০ কিলোমিটার দক্ষিণে একটি আইন আল হিলওয়েহ নামের একটি ফিলিস্তিনি শরণর্থী শিবিরের কাছে এই হামলা হয়। হামলায় তার দেহরক্ষীও গুরুতর আহত হয়েছেন।

নিহত সামের আল হাজ ওই শরণার্থী শিবিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের একটি অংশ কাতার ও লেবাননে বসবাস করেন। গত কয়েকদিনে হামাস-হিজবুল্লাহর শীর্ষ নেতাদের লক্ষ্য করেই হামলা চালাচ্ছে ইসরায়েল।

হামাস যোদ্ধারা ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় নিহত হন অন্তত ১,১৩৯ জন মানুষ। সেই সঙ্গে ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় যোদ্ধারা।

এই হামালার জবাব দিতে ওই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যা এখনও চলছে। গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৩৯,৬৯৯ জন নিহত এবং ৯১,৭২২জন আহত হয়েছে।  

news24bd.tv/এসএম

এই রকম আরও টপিক