ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত 

সংগৃহীত ছবি

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত 

অনলাইন ডেস্ক

ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছে। লেবাননের রাজধানী বৈরুতে এ হামলা চালায় ইসরায়েল। এসময় আকিলসহ ১৪ জন নিহত হয়েছেন।  ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং হিজবুল্লাহ পৃথক বিবৃতিতে আকিলের নিহতের সত্যতা স্বীকার করেছে।

বিবৃতিতে আইডিএফ বলেছে, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) ইসরায়েলের বিমান বাহিনী বৈরুতে হামলা চালিয়েছে। এতে হিজবুল্লাহর এলিট ফোর্স রাদওয়ান ইউনিটের শীর্ষ কমান্ডার এবং ‘গালিলে বিজয়’ হামলার অন্যতম সদস্য ইব্রাহিম আকিল নিহত হয়েছে। ”

অন্যদিকে নিজেদের বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, “গতকাল শুক্রবার ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলী এলাকা দাহিয়েহতে হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। ”

হিজবুল্লাহর এলিট ফোর্স রাদওয়ান ইউনিটের শীর্ষ কমান্ডার ছিলেন আকিল।

১৯৮৩ সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে যে ভয়াবহ হামলা হয়েছিল, তাতে অংশ নিয়েছিলেন তিনি। ‘গালিলে বিজয়’ নামের ওই হামলায় মার্কিন ও লেবানিজ নাগরিকসহ নিহত হয়েছিলেন মোট ৬৩ জন। মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৯ সালে তার মাথার দাম ৭০ লাখ ডলার ঘোষণা করেছি।  

news24bd.tv/এসএম