বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইট হ্যাক

বিএসইসি ওয়েবসাইট

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ওয়েবসাইট হ্যাক

অনলাইন ডেস্ক

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ওয়েবসাইট (sec.gov.bd) হ্যাক করা হয়েছে। গতকাল রোববার (৪ আগস্ট) রাতেই এই ওয়েবসাইট হ্যাকড হয়েছে বলে জানা গেছে।

সোমবার (৫ আগস্ট) সকালে বিএসইসির নির্বাহী পরিচালক মোহাম্মাদ রেজাউল করিম  জানান, মধ্যরাতের পর থেকে বিএসইসির ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে না। রাতে ওয়েবসাইটে শিক্ষার্থীদের একটি ব্যানার ঝুলছিল, কিন্তু এখন সেটি নেই।

সংস্থাটির আইটি বিভাগ ওয়েবসাইটটি সচল করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে।

আজ সকালে বিএসইসির ওয়েবসাইটে ঢুকলে দেখা যায়, ‘হ্যাকড বাই মি. নো ফেস’ লাল অক্ষরে লেখা একটি ব্যানার ঝুলছে। এ ছাড়া পুরো ওয়েবসাইট কালো হয়ে আছে।

news24bd.tv/JP