জনগণ রাজপথে নেমে আসছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জনগণ রাজপথে নেমে আসছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

দেশবাসীকে রাজপথে নেমে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে বিএনপি।

আজ রোববার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।  

ফখরুল বলেন, দেশে আজ গণঅভ্যুত্থান হয়েছে।

শাসক গোষ্ঠীর হাত গণহত্যার রক্তে লাল। জনগণ রাজপথে নেমে আসছে। দ্রোহের মিছিল শামিল হওয়া জনগণকে বিএনপির অভিনন্দন।

‌‘আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের ক্যাডারা পাখির মতো মানুষ মেরেছে।

সেগুলো আড়াল করতে তারাই আবার নাশকতা করে মানুষ গ্রেপ্তার করছে’, বলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সরকার। সরকার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।  

তিনি বলেন, আন্দোলন চূড়ান্ত সফলতার দিকে এগোচ্ছে।

দেশের সকল আমলা ও আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে অবস্থান না নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব।

ছাত্ররা জাতিকে জাগিয়ে তুলেছে মন্তব্য করে ফখরুল বলেন, জনতার আন্দোলন উত্তাল শুরু হলে কারোর পক্ষে তা ঠেকিয়ে রাখা সম্ভব নয়।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক