সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা

অনলাইন ডেস্ক

দেশব্যাপী সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এমন পরিস্থিতিতে আজ রোববার (৪ আগস্ট) সব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ে।

শনিবার (৩ আগস্ট) রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান মুঠোফোনে এ তথ্য জানান।

স্বল্প দূরত্বে যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে চলাচল শুরু করে।

আপাতত কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করছিল। পরে আন্তনগর ট্রেন চালুরও পরিকল্পনা ছিল। তবে হঠাৎ আবার আজ রাতে অনিবার্য কারণবশত রোববার (৪ আগস্ট) থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

প্রসঙ্গত: কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাতের কারণে ১৮ জুলাই দুপুর থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

এরপর সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার ভিত্তিতে রেল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে। প্রায় ১৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বের ট্রেনগুলোর চলাচল শুরু করে।

news24bd.tv/তৌহিদ