৪ সেপ্টেম্বরের বিতর্কে রাজি হলেন ট্রাম্প

সংগৃহীত ছবি

৪ সেপ্টেম্বরের বিতর্কে রাজি হলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে নির্বাচনি বিতর্কে যেতে রাজি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ আয়োজিত প্রেসিডেন্সিয়াল বিতর্ক অনুষ্ঠিত হবে আগামী মাসের ৪সেপ্টেম্বর। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে বিতর্কে রাজি হওয়ার ব্যাপারটি জানিয়েছেন।

তিনি বলেন, “আগামী ৪সেপ্টেম্বর কমলা হ্যারিসের সঙ্গে ফক্স নিউজের নির্বাচনি বিতর্কে আমি অংশ নিচ্ছি।

এর আগে এবিসি নিউজ, বাইডেনের সঙ্গে বিতর্কের আয়োজন করেছিল। কিন্তু সেটা বাতিল হয়ে গিয়েছে। কারণ বাইডেন আর প্রেসিডেন্ট পদপ্রার্থী নন। ”

ট্রাম্প আরও বলেন, “২৭ জুন বাইডেনের সঙ্গে সিএনএন আয়োজিত বিতর্ক যে নিয়মে হয়েছিল, ৪সেপ্টেম্বরের বিতর্কটিও সে নিয়মেই হবে।

ওই ডিবেটের পরই বাইডেনের দল তার ব্যাপারে চরম সিদ্ধান্ত নিয়েছিল। তবে সিএনএন-এর সেই বিতর্কে লাইভ দর্শক ছিলা না। এবার তা থাকবে। ”

পেনসিলভেইনিয়ায় এই বিতর্ক হওয়ার কথা আছে বলে জানান ট্রাম্প। তবে বিতর্কের স্থান এখনও নির্ধারিত হয়নি।

ট্রাম্পের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নিয়ে বাইডেন খারাপ করার পর, তার শারীরিক অসুস্থতার কারণে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। এখন তার জায়গায় এসেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ফলে নতুন করে তার সঙ্গে বিতর্ক হতে চলছে ট্রাম্পের।

সূত্র: বিবিসি

news24bd.tv/JP