৯ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল-সমাবেশ

৯ দফা দাবি আদায়ে ঝিনাইদহে গণপদযাত্রা ও বিক্ষোভ

৯ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি

৯ দফা দাবি আদায়ে ঝিনাইদহে গণপদযাত্রা ও বিক্ষোভ সমাবেশে করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। শুক্রবার বিকেলে শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সামনে থেকে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে সমাবেশ হয়।

পরে শহরের বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীরা জড়ো হলে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশের বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের সমন্বয়ক শারমিন আক্তার, ঝিনাইদহ আইনজীবী
 সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকারিয়া মিলন, অ্যাডভোকেট আব্দুল আলীম, রিয়াজ, ইশারত হোসেন, খোকন, মোস্তাফিুজর রহমান মিথুন প্র্রমুখ।

সমাবেশে বক্তারা তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

এদিকে আন্দোলনকে ঘিরে জেলায় নাশকতা প্রতিরোধে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

সকাল থেকেই জেলা শহরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। এছাড়াও শহরে প্রবেশে কড়াকড়ি অবস্থান নেয় জেলা পুলিশ।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক