সরকার এত লাশের মিছিল ঢাকতে পারছে না: জোনায়েদ সাকি

জোনায়েদ সাকি

সরকার এত লাশের মিছিল ঢাকতে পারছে না: জোনায়েদ সাকি

অনলাইন ডেস্ক

গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‘সারা দেশ আজকে এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। শত শত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। সরকার এত লাশের মিছিল ঢাকতে পারছে না। আমরা দেখছি, তারা নানা রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে।

কোটা আন্দোলনকে ধবংস করতেই সরকার বিরোধী দলের ওপরে সহিংসতার দোষ চাপাচ্ছে। ’ 

বুধবার (৩১ জুলাই) দুপুরে গণতন্ত্র মঞ্চের এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, ‘একদিকে সরকার বলছে, এ কাজ জামায়াত-শিবির করেছে তাদের নিষিদ্ধ করতে হবে। অন্যদিকে আমরা দেখি তারা (সরকার) যে হাজার হাজার শিক্ষার্থীকে গ্রেপ্তার করছে তার ৮০ থেকে ৯০ শতাংশের কোনো রাজনৈতিক পরিচয় নেই।

এই রাজনৈতিক পরিচয়হীন শিক্ষার্থীদের গ্রেপ্তার করছে। সরকারের প্রতারণা আজ পরিষ্কার। ’

এ দিন গণতন্ত্র মঞ্চ পূর্বঘোষণা অনুযায়ী, সকাল সাড়ে ১১টায় পুরানা পল্টনে মোড়ে বিক্ষোভ সমাবেশ করার কর্মসূচি দিয়েছিল। কিন্তু সকাল ১০টা থেকে সেখানে ব্যাপক পুলিশ, প্রিজন ভ্যানসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা অবস্থান নেন।

এ রকম অবস্থায় গণতন্ত্র মঞ্চের নেতারা তাৎক্ষণিক বিজয় নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে ফুটপাতে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘আজকে আমাদের শিক্ষার্থীদের হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের বিচার দাবি করে আমরা একটা সমাবেশ অনুষ্ঠানের করার কথা বলেছিলাম। পুলিশ ন্যূনতম আইন-কানুনের ধার না ধেরে তারা যেভাবে পুরানা পল্টনে এলাকা কর্ডন করে রেখেছে, আগ্রাসী ভূমিকার মধ্য দিয়ে আমাদের সমাবেশ পণ্ড করার চেষ্টা করেছে, আমাদের মাইক কেড়ে নিয়েছে, আমরা পুলিশের এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। ’

জোনায়েদ সাকি জানান, বৃহস্পতিবার গণতন্ত্র মঞ্চ সংবাদ সম্মেলন করে পরবর্তি কর্মসূচি ঘোষণা করবে।

সিভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘এখন সরকার শুধু টিকে আছে প্রশাসনের ওপর নির্ভর করে। সরকারের ভাগ্য চিকন সুতার ওপরে ঝুলছে। আমাদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের পেশাদার বাহিনী তারা যদি কেবল পেশাদারি দায়িত্ব পালন করে এই সরকারের পালিয়ে যাওয়ার আর কোনো পথ পাবে না। ’

তিনি বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, সংকটটা রাজনৈতিক। রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে সমাধান করেন। রাজনৈতিকভাবে সমাধান করতে হলে কিভাবে আপনারা পদত্যাগ করেন। পদত্যাগের মধ্য দিয়ে বিরোধী দলকে আস্থায় নিয়ে আলাপ-আলোচনার করে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সম্ভব স্বল্পতম সময়ে গ্রহণযোগ্য নির্বাচনের পথ আপনাদের তৈরি করতে হবে। সরকার যদি সেই পথে না হাটে তাহলে যে গণজাগরণ তৈরি হয়েছে, মানুষের পুঞ্জিভূত ক্ষোভ তাদেরকে টেনে নামাতে বাধ্য করবে। ’

সংক্ষিপ্ত সমাবেশে জেএসডির সহসভাপতি তানিয়া রব, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব আবু ইউসুফ সেলিম ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ সমন্বয়ক দিদারুল ভুঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

news24bd.tv/আইএএম

এই বিভাগের পাঠকপ্রিয়