টিকটকে সন্তুষ্টি তবে ফেসবুকের জবাবে নাখোশ সরকার

টিকটকে সন্তুষ্টি তবে ফেসবুকের জবাবে নাখোশ সরকার

নিজস্ব প্রতিবেদক

টিকটকের সহযোগিতা ও তাদের ব্যাখ্যায় সরকার সন্তোষ জানিয়েছে বলে জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে ফেসবুকের ভূমিকা নিয়ে অসন্তোষ রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (৩১ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ইউটিউবের প্রতিনিধিদের সঙ্গে অনলাইন বৈঠকে বসেন প্রতিমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিক জানান, ১৬, ১৭ ও ১৮ জুলাইয়ে ফেসবুকের ভূমিকা নিয়ে সরকারের অসন্তোষ রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাসহ অতীতেও সহযোগিতা করেছে ফেসবুক। ঠিক তেমনি তারা আগামীতেও সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।

পলক বলেন, ফেসবুক, ইউটিউব ও টিকটকে মিথ্যা ও গুজব ছড়ানোর কারণে মৃত্যুর যে সংখ্যা বেড়েছে তার দায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো কোনোভাবেই এড়াতে পারে না।

তিনি বলেন, ফেসবুকের পক্ষ থেকে যে ফ্যাক্টচেকিং ফার্মগুলো আছে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে না।

তবে টিকটকের সহযোগিতা ও তাদের ব্যাখ্যায় সরকার সন্তোষ প্রকাশ করেছে।

news24bd.tv/FA