সিলেটে দশ মামলায় আসামি ১৬ হাজার, গ্রেপ্তার ১৩৫

সংগৃহীত ছবি

সিলেটে দশ মামলায় আসামি ১৬ হাজার, গ্রেপ্তার ১৩৫

অনলাইন ডেস্ক

সিলেটে কয়েকদিনে ঘটে যাওয়া সহিংসতায় মেট্রোপলিটন এলাকার তিনটি থানায় ১০ মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ১৩৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলাগুলোয় ২৪৪ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ১৬ হাজার ১৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে নয়টি মামলার বাদী পুলিশ ও একটি মামলায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা বাদী হয়েছেন।

এর মধ্যে কোতোয়ালি থানায় হত্যা, ভাঙচুর করে ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় পাঁচটি, জালালাবাদ থানায় দায়েরকৃত চারটির তিনটিতে পুলিশ বাদী ও একটিতে বিদ্যুৎ কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

গতকাল বুধবার (২৪ জুলাই) মহানগর পুলিশ সূত্র এসব তথ্য নিশ্চিত করে জানায়, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সিলেট কোতোয়ালি থানায় হত্যাসহ পাঁচটি মামলা, জালালাবাদ থানায় চারটি এবং দক্ষিণ সুরমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

news24bd.tv/FA