শেরপুরে সেনাক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

সেনাক্যাম্প পরিদর্শনের সময় বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ বুধবার সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে

শেরপুরে সেনাক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

শেরপুর প্রতিনিধি

শেরপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা সেনাবাহিনীর সদস্যদের ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ করেন। পরে তিনি সেখানে স্থাপিত সেনাক্যাম্পের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।

এরপর তিনি স্টেডিয়াম মিলনায়তনে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকতা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা করেন।

সেখানে তিনি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ-খবর নেন।

এ সময় সেনাপ্রধানের সাথে সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক বিএসপি, কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান বিএসপি, ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মাশুহুর রহমান এবং শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু, শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি শাহ মো. আবিদ হোসেন, শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মো. আকরামুল হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলামসহ সেনাবাহিনী, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

news24bd.tv/তৌহিদ