হল ছাড়বে না ঢাবি শিক্ষার্থীরা: সমন্বয়ক আসিফ

হল ছাড়বে না ঢাবি শিক্ষার্থীরা: সমন্বয়ক আসিফ

অনলাইন ডেস্ক

অনির্দিষ্টকালের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হলেও হল ছাড়া হবে না।

বুধবার (১৭ জুলাই) এমনটি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ আহমেদ।

তিনি বলেন, হল খালি করার ঘোষণা মেনে নেওয়া হবে না। আন্দোলনকে দমানোর জন্যই হল খালি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আসিফ বলেন, যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত শিক্ষার্থীরা রাজপথ ছাড়বে না।

ঢাবি কর্তৃপক্ষের সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে জানিয়ে তিনি বলেন, সাধারণ ছাত্রছাত্রী এ সিদ্ধান্ত মানে না। তারা হলে অবস্থান নিয়েছে।

এ সমন্বয়ক বলেন, ‘পুলিশ, বিজিবি, র‍্যাব–তিনটি বাহিনীকে ক্যাম্পাসে ঢোকানো হয়েছে।

আমরা আসলে বুঝতে পারছি না কীসের ছক আঁকা হচ্ছে। এ জন্য আমরা শঙ্কিত। ’

এর আগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ঢাবি শিক্ষার্থীদের সন্ধ্যা ৬টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

news24bd.tv/তৌহিদ