নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা

নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি শর্মা

অনলাইন ডেস্ক

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কেপি শর্মা অলি নিয়োগ পেয়েছেন। আজ রোববার (১৪ জুলাই) তাকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট রাম চন্দ্র পাওডেল। খবর দ্য কাঠমাণ্ডুর।

এক প্রতিবেদনে দ্য কাঠমান্ডু জানিয়েছে, ৭২ বছর বয়সী কেপি শর্মা অলি দেশটির সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী পুষ্পা কমল দহলকে স্থলাভিষিক্ত করেছেন।

শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষে আস্থা ভোটে হেরে যান পুষ্পা কমল।

এর আগে, দুইবার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন কেপি শর্মা অলি। প্রথমবার নির্বাচিত হন ২০১৫ সালে এবং দ্বিতীয়বার ২০১৮ সালে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সোমবার তৃতীয় মেয়াদে নেপালের প্রধানমন্ত্রী হবেন খড়গে প্রসাদ (কেপি) শর্মা অলি।

তিনি এই মেয়াদে নেতৃত্ব দেবেন নিজের দল ইউএমএল ও আরেক সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার দল নেপালি কংগ্রেসের জোট সরকারকে।

নেপালি কংগ্রেসের ৮৮ জন, ইউএমএল-এর ৭৮ জনসহ ১৬৬ জন আইন প্রণেতার সমর্থনের পর প্রেসিডেন্ট পাউডেল অলিকে সংবিধানের ৭৬(২) অনুচ্ছেদ অনুসারে নিয়োগ দিয়েছেন।

স্থানীয় সময় আগামীকাল সোমবার (১৫ জুলাই) সকাল ১১টায় নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার মন্ত্রীরা শপথ নেবেন।

news24bd.tv/SHS/IH