জাল স্ট্যাম্প-পাসপোর্টে মালদ্বীপে প্রবেশের চেষ্টা, ৫ বিদেশি আটক 

আটক

জাল স্ট্যাম্প-পাসপোর্টে মালদ্বীপে প্রবেশের চেষ্টা, ৫ বিদেশি আটক 

এমরান তালুকদার, মালদ্বীপ থেকে

জাল স্ট্যাম্প ও পাসপোর্ট ব্যবহার করে মালদ্বীপ প্রবেশের চেষ্টাকালে চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মালদ্বীপ ইমিগ্রেশন পুলিশ। দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে (ভিআইএ) এ ঘটনা ঘটে।  

আটককৃতদের মধ্যে একজনের বয়স ২২, একজন ২৫ বছর বয়সী, আরেকজন ২৮ এবং অপরজন ৩১ বছর বয়সী। যাদের সবাই পুরুষ।

এই ব্যক্তিদের জাতীয়তা ইমিগ্রেশন কর্মকর্তারা প্রকাশ করেননি।

অবৈধ অভিবাসনের বৃহত্তর সমস্যা মোকাবিলার লক্ষ্যে এবং বিশেষ করে প্রবাসীরা অনুমতিবিহীন ব্যবসায়িক কার্যকলাপে জড়িত বলে ধারনা। মালদ্বীপ পুলিশ সার্ভিসের সঙ্গে যৌথভাবে ইমিগ্রেশন বিশেষ অভিযান শুরু করেছে, এর ফলে এখন পর্যন্ত ৯৩ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

সরকারের পদ্ধতির মধ্যে রয়েছে ব্যাপকভাবে অবৈধ অভিবাসন মোকাবিলায় কৌশলগত পদক্ষেপ।

আগামী বছরের মধ্যে দেশব্যাপী সব দ্বীপকে কভার করার জন্য এই অপারেশনগুলো সম্প্রসারণের পরিকল্পনা করছে মালদ্বীপ সরকার। অভিবাসীদের তথ্যকে একক ডাটাবেসে কেন্দ্রীভূত করার চেষ্টা করা হচ্ছে। কর্তৃপক্ষের জন্য সহজে অ্যাক্সেসের সুবিধার্থে সরকার তিন বছরের সময়সীমার মধ্যে অবৈধ অভিবাসীদের সমস্যা সম্পূর্ণরূপে সমাধান করার লক্ষ্যে কাজ করছে।

news24bd.tv/আইএএম