রোহিঙ্গা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চীন

রোহিঙ্গা

রোহিঙ্গা সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চীন

অনলাইন ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘আমি জানি, বাংলাদেশ মিয়ানমার থেকে বিতাড়িত লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। এটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু। রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশকে সর্বত সহায়তা করবে। ’

মিয়ানমারের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে শি জিনপিং বলেন, ‘মিয়ানমার সরকার এবং প্রয়োজনে আরাকান আর্মির সঙ্গেও তারা যোগাযোগ করে এই সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চীন।

ওয়ান চায়না নীতির পক্ষে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেন শি জিনপিং। ’

বুধবার (১০ জুলাই) স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট এসব কথা বলেন।  

শি জিনপিং বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে চীন হস্তক্ষেপ করে না। আমরাও চাই না কারও অভ্যন্তরীণ বিষয়ে অন্য কেউ হস্তক্ষেপ করুক।

চীনের প্রেসিডেন্ট আরও বলেন, আন্তর্জাতিক ফোরামে আমরা একসঙ্গে কাজ করবো এবং বিশ্ব শান্তি এবং সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ এবং চীন একসঙ্গে কাজ করবে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চীন ও বাংলাদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান, তা অন্যদের জন্য অনুকরণীয় বলেও এ সময় মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘দুই দেশের বন্ধুত্বপূর্ণ এবং পারস্পরিক অংশীদারিত্বের সম্পর্ক গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে একটি উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ’

শি বলেন, ‘চীন ও বাংলাদেশ সম্পর্ক শত বছর ধরে বিস্তৃত একটি গভীর সম্পর্ক। দুই দেশ ধারাবাহিকভাবে পারস্পরিক সম্মান, পারস্পরিক সমর্থন, সমতা এবং সহযোগিতার ক্ষেত্রে উইন-উইন সহযোগিতার নীতিগুলো মেনে চলে। ’

চীনের প্রেসিডেন্ট বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায়, উন্নয়ন অগ্রগতিতে চীন অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে। বাংলাদেশকে অনুদান, সুদমুক্ত ঋণ, কম সুদে ঋণ এবং বাণিজ্যিক ঋণ; এই চার ক্ষেত্রে চীন সহযোগিতা করবে। ’ 

এ বিষয়ে দুই দেশের টেকনিক্যাল কমিটি যৌথভাবে কাজ করবে। শিগগিরই চীন থেকে টেকনিক্যাল কমিটি বাংলাদেশে যাওয়ার বিষয়ে আলোচনা হয়।
news24bd.tv/আইএএম