আন্দোলন শেষে ক্লাস-পরীক্ষা বন্ধের ক্ষতি পুষিয়ে দিতে চান শিক্ষকরা

আন্দোলন শেষে ক্লাস-পরীক্ষা বন্ধের ক্ষতি পুষিয়ে দিতে চান শিক্ষকরা

রাজশাহী প্রতিনিধি

সর্বজনীন পেনশন ব্যবস্থায় অন্তর্ভুক্ত করে ঘোষিত ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে ক্লাস, পরীক্ষা, অফিস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার সকাল ১০টা থেকে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। এই আন্দোলনের ফলে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় সেশনজটে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, এভাবে আন্দোলন চলতে থাকলে শিক্ষাজীবন শেষ করতে দীর্ঘ সময় লাগবে।

এই আন্দোলনের ফলে শিক্ষার্থীদের ভোগান্তি আরও বাড়বে। দ্রুত ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান তারা।

আন্দোলনের কারণে শিক্ষার্থীদের ক্ষতির বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ওমর ফারুক সরকার বলেন, প্রত্যয় স্কিম বাতিল করে আগের পেনশন ব্যবস্থা চালু না করা পর্যন্ত ক্লাস পরীক্ষাসহ সমস্ত অফিসিয়াল কাজ বন্ধ থাকবে। এতে শিক্ষার্থীদের সাময়িক ক্ষতি হলেও আন্দোলন শেষে তা পুষিয়ে দেয়ার চেষ্টা করা হবে।

news24bd.tv/FA