পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে ঢাবি শিক্ষকদের অর্ধদিবস কর্মসূচি  

পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে ঢাবি শিক্ষকদের অর্ধদিবস কর্মসূচি  

জুবায়ের সানি

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন ক‌রে‌ছেন ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষকরা।

মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের মূল ফটকে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় বক্তারা বলেন, দাবি আদা‌য়ে আগামী ২৯ তারিখ পর্যন্ত পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। এরপরও যদি শিক্ষকদের দাবি মেনে জারিকৃত পেনশন বাতিল করা না হয় করা হ‌লে জুলাইয়ের ১ তারিখ থেকে দা‌বি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতি ও সকল ধরণের একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

news24bd.tv/TR