ফ্রিজে খাবার রাখা নিয়ে দ্বন্দ্ব, কুপিয়ে চাচাকে খুন

ফ্রিজে খাবার রাখা নিয়ে দ্বন্দ্ব, কুপিয়ে চাচাকে খুন

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া

কুষ্টিয়ার হরিপুরে তুচ্ছ কারণে পারিবারিক বিরোধে বাদশা বিশ্বাস (৬০) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

অভিযোগ করা হচ্ছে তারই ভাতিজা মাসুদ বিশ্বাস আজ রোববার বিকেল ৫টার দিকে বটি দিয়ে কোমর বরাবর আঘাত করে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে বাদশার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন, হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামের আমজাদ মোড়ে সামান্য ফ্রিজে খাবার রাখা নিয়ে হত্যার ঘটনা ঘটে।

ভাতিজা খাবার রাখতে চেয়েছিল চাচার ফ্রিজে। জায়গা নেই বলায় কথা কাটাকাটি হয়। ভাতিজা মাসুদকে মারধর করে। পরে ভাতিজা মাসুদ বটি দিয়ে চাচা বাদশার কোমর বরাবর কোপ দেয়।
এরপর নিজ ঘরে তালা লাগিয়ে স্ত্রী সন্তানসহ পালিয়ে যায় মাসুদ।

এদিকে চাচা বাদশাকে স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

ওসি জানান, প্রাথমিকভাবে পাওয়া এসব তথ্য যাচাই করা হচ্ছে। পরে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv/তৌহিদ