সৌদির সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার নামাজ

সৌদির সাথে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদুল আজহার নামাজ

ঝিনাইদহ প্রতিনিধি

মধ্যপ্রাচ্য ও সৌদি আরবের সাথে মিল রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুকে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নিত্যনন্দপুরসহ কয়েকটি স্থানে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

উপজেলার ভালকি ও নিত্যানন্দপুর গ্রামেও প্রায় একই সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এদিন ৮টার ঈদের জামাতে প্রায় শতাধিক মুসল্লি অংশ নেন।

এছাড়া উপজেলা জুড়ে প্রায় ৩শতাধিক পরিবার আজ ঈদুল আযহা উদযাপন করছে বলে জানা গেছে।

ঈদ জামাতের আয়োজকরা জানান, সৌদি আরব ও ওআইসিসহ সকল মুসলিম উম্মা আজকে ঈদের নামাজ আদায় করছেন। সে কারণে আমরা ঈদের নামাজ আদায় করেছি। আমরা রাসুলের সুন্নাহ অনুসরণ করে চলি।

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল আজহা। সকালে সার্কিট হাউস এলাকায় মুসলমানদের পবিত্র ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় অনুষ্ঠিত এ ঈদ জামাতে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী।

সেইসাথে চাঁদপুরে ৪০টি গ্রামে আগাম ঈদুল আজহার নামাজ আদায় করা হয়েছে।  অন্যদিকে, দিনাজপুরে দুই হাজার পরিবারের ঈদুল আযহা উদযাপন করেছে।

news24bd.tv/FA