সেন্টমার্টিনে কী হচ্ছে, কেন হচ্ছে; আমরা উৎকণ্ঠিত: জি এম কাদের

সেন্টমার্টিনে কী হচ্ছে, কেন হচ্ছে; আমরা উৎকণ্ঠিত: জি এম কাদের

রেজাউল করিম মানিক, রংপুর

বিরোধীদলীয় নেতা জি এম কাদের বলেছেন, সেন্টমার্টিনে কী হচ্ছে, কেন হচ্ছে এবং তারা কী করছেন। আমরা উৎকণ্ঠিত; জনগণ এর উত্তর চায়। আজ শনিবার রংপুরে এক সভায় তিনি একথা বলেন।

বাজেট প্রসঙ্গে জাপা নেতা বলেন, এ বাজেট জনগণকে হতাশ করেছে।

এ বাজেট দুর্বৃত্তায়নের বাজেট। সরকারের ঘরে কোনো টাকা নেই। কীভাবে এ বাজেটের চাহিদা মেটাবে।

news24bd.tv/তৌহিদ