ঈদে আকাশ কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ঈদে আকাশ কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক

আষাঢ় মাস পড়তে আর একদিন বাকি। এবারের ঈদুল আজহা উদযাপিত হবে আষাঢ় মাসে। ঈদে পরিবারের কাছে ফেরা অনেকের ‌‘ঈদ আনন্দ’ পানি করে দিতে পারে বৃষ্টি। এমনই আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

তথ্য অনুযায়ী, বর্ষার শুরুতে দেশের সব অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম। মূলত তিন বিভাগে বৃষ্টি বেশি হতে পারে। এ ছাড়া অন্য বিভাগগুলোরও কোনো কোনো অঞ্চলে কম-বেশি বৃষ্টি থাকতে পারে।

আগামীকাল শনিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, এই তিন বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে। পরের দুই দিনেও (রবি ও সোমবার) আবহাওয়ার পরিস্থিতি কম-বেশি একইরকম থাকতে পারে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক