১৯ বলেই জয় ইংল্যান্ডের, অনন্য রেকর্ড বিশ্ব চ্যাম্পিয়নদের

১৯ বলেই জয় ইংল্যান্ডের, অনন্য রেকর্ড বিশ্ব চ্যাম্পিয়নদের

অনলাইন ডেস্ক

গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে এসে অবশেষে জয়ের দেখা পেল টি২০ ক্রিকেটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার কাছে হার, দেয়ালে পিঠই ঠেকে গিয়েছিল ইংল্যান্ডের। এমন চাপে থেকেই বিশ্বকাপ রেকর্ড গড়ে ওমানকে হারিয়েছে থ্রি লায়নসরা।  

বৃহস্পতিবার (১৩ জুন) টসে হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ৪৭ রানেই গুটিয়ে যায় ওমান।

টি২০ বিশ্বকাপে এটি চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর। এরপর সেই রান তাড়ায় নেমে মাত্র ১৯ বল খেলেই জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। বিশ্বকাপ ইতিহাসে বলের হিসাবে এর চেয়ে বড় জয় নেই আর কোনো দলের।  

মামুলি লক্ষ্য তাড়ায় নেমে প্রথম দুই বলেই ছক্কা মারেন ফিল সল্ট।

তবে তৃতীয় বলে বড় শট খেলতে গেলে বিলাল খান বোল্ড করে দেন তাকে। দলীয় ২০ রানে ফিরে যান উইল জ্যাকসও (৫)। তাকে শিকার করেন কালিমুল্লাহ। তবে জস বাটলার ৮ বলে ২৪ আর জনি বেয়ারস্টো ২ বলে ৮ রান করে ঐতিহাসিক জয় এনে দেন ইংল্যান্ডকে।  

এর আগে, ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলারদের সামনে মুখ তুলে দাঁড়াতে পারেননি ওমানের কোনো ব্যাটার। দুই অংকের দেখা পান কেবল শোয়েব খান। ২৩ বলে খেলে ১১ রান করেন তিনি। এছাড়া দলটির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৯ রান আসে ওপেনার ক্যাশপের ব্যাট থেকে। ইংল্যান্ডের হয়ে মাত্র ১১ রানে ৪ উইকেট নেন আদিল রশিদ। তিনটি করে উইকেট পকেটে পোরেন জফরা আর্চার এবং মার্ক উড।  

এ জয়ে নেট রান রেট বেশ বাড়িয়ে নিয়েছে ইংল্যান্ড। 3 পয়েন্ট নিয়ে এখনও ‘বি’ গ্রুপের তৃতীয় স্থানে থাকলেও তাদের নেট রানরেট এখন ৩ দশমিক ০৮১। সুপার এইটে উঠতে শেষ ম্যাচে নামিবিয়ার বিপক্ষেও জিততে হবে বাটলারের দলকে। তবে স্কটল্যান্ড যদি নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে যায় কিংবা কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হয়, তবে নামিবিয়ার বিপক্ষে জিতলেও আসর থেকে বিদায় হয়ে যাবে ইংল্যান্ডের।

news24bd.tv/SHS