ভাইরাল সেই শিশু হজযাত্রী মারা গেছে

সংগৃহীত ছবি

ভাইরাল সেই শিশু হজযাত্রী মারা গেছে

অনলাইন ডেস্ক

মিসরীয় শিশু হজযাত্রী ইয়াহিয়া মোহাম্মদ রমজান মক্কায় মর্মান্তিকভাবে মারা গেছে। গালফ টুডে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হজের পোশাকে পবিত্র কাবার পাশে সর্বকনিষ্ঠ মিসরীয় হিসেবে ছবি পোস্ট করার পর ইয়াহিয়া গত কয়েক দিনে ফেসবুকে খ্যাতি অর্জন করেছিল। তার ছবি নেটিজেনদের মাঝে ব্যাপকভাবে প্রচারিত হয়েছিল।

পরিবারের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুসারে, ইয়াহিয়া গ্র্যান্ড মসজিদে উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারেনি। তবে অন্যান্য সূত্র জানিয়েছে, সৌদি আরবের একটি আবাসিক ভবনের ওপর থেকে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে।

ইয়াহিয়া রমজানের জানাজা গ্র্যান্ড মসজিদে অনুষ্ঠিত হয় এবং তাকে পবিত্র নগরীতে দাফন করা হয়।

ইয়াহিয়া কাফর আল-শেখ গভর্নরেটের মিসরীয় নাগরিক মোহাম্মদ রমজানের ছেলে।

রমজানের কাজের সুবাদে পরিবারটি সৌদি আরবে বসবাস করে।

পবিত্র ভূমিতে ইয়াহিয়ার অকালমৃত্যুতে তার পরিবার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুসারীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তারা সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।

news24bd.tv/DHL