কলাপাড়ায় ৩ হাজার কেজি সামুদ্রিক সোনাপাতা মাছ জব্দ 

কলাপাড়ায় ৩ হাজার কেজি সামুদ্রিক সোনাপাতা মাছ জব্দ 

পটুয়াখালী প্রতিনিধি:

বঙ্গোপসাগরে প্রজননকালে মৎস্য সম্পদ সংরক্ষণ ও মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে গত ২০ মে হতে আগামী ২৩ জুলাই পর্যন্ত ৬৫ (পঁয়ষট্টি) দিন সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।  

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৮ টা হতে দুপুর ১ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক কন্টিনজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন এর নেতৃত্বে বিপুল পরিমাণ সামুদ্রিক সোনাপাতা মাছ জব্দ করা হয়।

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন নিজামপুর, হাজিপুর, লাল কাকড়ার চর, ফাতরারবন, নতুনবাজার এবং তৎসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানে উক্ত এলাকা থেকে ০২টি ফিশিং বোট তল্লাশি করে ৩ হাজার কেজি সামুদ্রিক সোনাপাতা মাছ এবং ফিশিং ২টি বোট  জব্দ করা হয়।

জব্দকৃত মাছের বর্তমান বাজার মূল্য তিন লাখ টাকা।  

পরবর্তীতে জব্দকৃত সামুদ্রিক মাছ কলাপাড়া উপজেলা মেরিন ফিশারিজ অফিসারের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

জব্দকৃত ফিশিং বোট ২টিকে একুশ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। মৎস্য সম্পদ সংরক্ষণ এবং সুনীল অর্থনীতি সমৃদ্ধির লক্ষ্যে কোস্ট গার্ডের কার্যক্রম অব্যাহত থাকবে।

news24bd.tv/কেআই