বৃষ্টি বিশ্বকাপ থেকে প্রায় ছিটকেই দিলো শ্রীলঙ্কাকে

বৃষ্টি বিশ্বকাপ থেকে প্রায় ছিটকেই দিলো শ্রীলঙ্কাকে

অনলাইন ডেস্ক

টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের ক্ষণ গুনছে শ্রীলঙ্কা। আসরের প্রথম দুই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের কাছে হারের পর নেপালের বিপক্ষে জয়ের আশায় ছিল লঙ্কানরা। তবে বৃষ্টি তাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে।  

মঙ্গলবার (১২ জুন) গ্রুপ ‘ডি’ এর শ্রীলঙ্কা-নেপাল ম্যাচে বল মাঠে গড়ানো তো দূর, টসই হয়নি।

ফ্লোরিডার লাউডারহিলে বৃষ্টির বেগ এতটাই ছিল যে, অনেক অপেক্ষার পর আম্পায়াররা ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেন। ফলে নেপালের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় শ্রীলঙ্কাকে।

ম্যাচ পণ্ড হয়ে যাওয়ায় তিন ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে পড়ে রইল শ্রীলঙ্কা। আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুন) বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচে কোনো একটি জয় পেলেই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে বিদায় হয়ে যাবে লঙ্কানদের।

 

নেপালের অবস্থাও একই। সামনে তাদের দুই প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। সুপার এইটে উঠতে এ দুই ম্যাচেই জয় চাই দলটির। নয়তো তারাও ছিটকে পড়বে বিশ্বকাপ থেকে।

news24bd.tv/SHS