পশুবাহী ট্রাক থেকে চাঁদা নিলে কঠোর ব্যবস্থা: প্রাণীসম্পদ মন্ত্রী

পশুবাহী ট্রাক থেকে চাঁদা নিলে কঠোর ব্যবস্থা: প্রাণীসম্পদ মন্ত্রী

রাজবাড়ী প্রতিনিধি

বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, আসন্ন ঈদুল আজহায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলকারী পশুবাহী ট্রাক থেকে চাঁদা নেওয়া হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আজ রোববার (৯ জুন) সকালে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরীঘাটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর কোনো সংকট হবে না।

এদিন মন্ত্রী তার নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকার যাওয়ার পথে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, গোয়ালন্দ উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব প্রমুখ।

news24bd.tv/SHS