সীমান্তে বাংলাদেশি হত্যা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী মুখে কুলুপ এঁটেছেন: রিজভী

সীমান্তে বাংলাদেশি হত্যা হচ্ছে, পররাষ্ট্রমন্ত্রী মুখে কুলুপ এঁটেছেন: রিজভী

আরেফিন শাকিল

শেখ হাসিনাকে দিয়ে রাজনীতির পাইলট প্রকল্প বাস্তবায়ন করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কীভাবে জাতীয় নেতাদের ছোট করতে হয়, বিরোধীদের দমন করতে হয়, একপেশে ভোট করতে হয় তা শেখ হাসিনার কাছ থেকে শিখেছেন বিজেপি।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, গুরুকে সন্তুষ্ট করতে মানুষকে কষ্টে রেখে ভারত ছুটে গেছেন প্রধানমন্ত্রী।

সরকারের কাজই হচ্ছে ক্ষমতা টিকিয়ে রাখতে তাদের প্রভুদের সন্তুষ্ট করা।

তিনি বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার শিকার হচ্ছে অথচ পররাষ্ট্রমন্ত্রী মুখে কুলুপ এঁটেছেন। তাদের প্রতিবাদ করার মতো সাহসও নাই।

রিজভী বলেন, মানুষের টাকা লুট করার বাজেট দিয়েছে সরকার।

চারপাশে হরিলুটের নীতি গ্রহণ করেছে তারা। দুনিয়ার কোথাও মুদ্রাস্ফীতি না বাড়লেও শুধু লুটপাটের কারণে এমন ঋণনির্ভর বাজেট দিয়েছে সরকার।

news24bd.tv/তৌহিদ