বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ কাঁটাতারের পাশে

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, মরদেহ কাঁটাতারের পাশে

অনলাইন ডেস্ক

কুমিল্লার বুড়িচং উপজেলার বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মো. আনোয়ার হোসেন (৫০) বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের চারু মিয়ার ছেলে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খন্দকার বলেন, নিহতের মরদেহ ভারতীয় সীমান্তে আছে।

যথাযথ প্রক্রিয়ায় মরদেহ পেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, নিহতের মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে ভারতীয় বিএসএফের তত্ত্বাবধানে আছে।

স্থানীয় সূত্র জানায়, ভারত থেকে চিনি আনতে গিয়ে এ ঘটনা ঘটে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক