রিশাদের সামনে দাঁড়াতে পারছে না শ্রীলঙ্কা

রিশাদ

রিশাদের সামনে দাঁড়াতে পারছে না শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক

১৭তম ওভারের প্রথম বলে ষষ্ঠ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। রিশাদ পেয়েছেন তৃতীয় উইকেট। ডালাসে উজ্জীবিত বাংলাদেশ। সাকিব ও মেহেদীর পর তৃতীয় বাংলাদেশি স্পিনার হিসেবে বিশ্বকাপে এক ইনিংসে ৩ উইকেট নিলেন রিশাদ।

এবার ধনাঞ্জয়া ডি সিলভা। ফ্লাইট আর টার্নে পরাস্ত শ্রীলঙ্কা ব্যাটসম্যান। উইকেটের পেছনে লিটন দ্রুতগতির।  

৪ ওভার, ২২ রান, ৩ উইকেট।

বিশ্বকাপ অভিষেকটা স্বপ্নের মতোই হলো লেগ স্পিনার রিশাদ হোসেনের।

রিশাদকে স্লগ সুইপ করেছিলেন আসালাঙ্কা। তবে লেংথটা যুতসই ছিল না ঠিক সে শটের জন্য। তাঁকে পাড়ি দিতে হতো স্কয়ার লেগে বড় বাউন্ডারি। সেটি হয়নি। ডিপ স্কয়ার লেগে থাকা সাকিবের হাতে ধরা পড়েছেন আসালাঙ্কা। যদিও প্রথম দফা সাকিবের হাত থেকে বেরিয়ে গিয়েছিল বল। বিশ্বকাপে রিশাদের প্রথম উইকেট।

ঠিক পরের বলে রিশাদ পেয়েছেন দ্বিতীয় উইকেটও! লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে আউটসাইড-এজড হয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা। শ্রীলঙ্কা অধিনায়ক আগে এসেছিলেন, ১ বল খেলেই ফিরে যান। শ্রীলঙ্কাকে ডালাসে চেপে ধরেছে বাংলাদেশ, রিশাদ দাঁড়িয়ে যান হ্যাটট্রিকের সামনে!

হ্যাটট্রিক সামাল দিতে এসেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস। হ্যাঁ, সময়মতোই এসেছেন তিনি ক্রিজে। স্লিপের সঙ্গে রাখা হয়েছে লেগ স্লিপও! রিশাদ এ ওভারে দিয়েছেন ৩ রান, নিয়েছেন ২ উইকেট।

মোস্তাফিজ ও তাসকিন নিয়েছেন দুটি করে ইউকেট। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ১২৩ রান।