স্টয়নিসের অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার জয়

স্টয়নিসের অলরাউন্ড পারফরম্যান্সে অস্ট্রেলিয়ার জয়

অনলাইন ডেস্ক

এক মার্কাস স্টয়নিস যেন বাঁচালেন অস্ট্রেলিয়াকে। আগে ব্যাট করে দলটি চ্যালেঞ্জিং পুঁজি পায় তার ঝোড়ো ৬৭ রানের সুবাদে। এরপর বল হাতেও দুর্দান্ত ছিলেন এই অলরাউন্ডার। তুলে নেন ৩ উইকেট।

স্টয়নিসের এমন দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সেই ৩৯ রানের জয়ে আসর শুরু করে অস্ট্রেলিয়া।  

আজ বৃহস্পতিবার (৬ জুন) বারবাডোজের কেনসিংটন ওভাল ব্রিজটাউনে টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠায় ওমান। ডেভিড ওয়ার্নারের ৫৬ এবং স্টয়নিসের ৬৭ রানের ওপর ভর করে দলটি ৫ উইকেটে করে ১৬৪ রান। সেই রান তাড়ায় নেমে ১২৫ রানেই থামে ওমানের ইনিংস।

 

লক্ষ্য তাড়ায় নেমে ৫৭ রানেই ৬ উইকেট হারিয়ে বসে ওমান। এরপর আয়ান খানের ৩৬ রানের ইনিংসে হারের ব্যবধান কমায় ওমান। ২৭ রান আসে লোয়ার অর্ডারে নামা মেহরান খানের ব্যাট থেকে। স্টয়নিস ছাড়াও দারুণ বোলিং করেছেন বাকি অসি বোলাররা। দুটি করে উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক, নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা।  

এর আগে, ব্যাটিংয়ে নেমে ট্রাভিস হেড, মিচেল মার্শরা দ্রুত ফিরলেও ফিফটি তুলে নেন ওয়ার্নার। এরপর একা হাতে ইনিংস শেষ করেন স্টয়নিস। ৩৬ বলে ৬৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ওমানের হয়ে দুটি উইকেট নেন মেহরান খান।

news24bd.tv/SHS