ভারতে তিন বাংলাদেশি আটক 

সংগৃহীত ছবি

ভারতে তিন বাংলাদেশি আটক 

অনলাইন ডেস্ক

উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় তিন বাংলাদেশি আটক হয়েছেন। চন্দ্রপুর এলাকার আন্তঃরাজ্য বাসস্ট্যান্ড থেকে তারা আটক হন।

বৃহস্পতিবার (৩০ মে)  তাদের পূর্ব আগরতলা থানায় নিয়ে আসে পুলিশ। আটকদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।

তারা কাজের উদ্দেশ্যে পাঞ্জাব যেতে চেয়েছিলেন বলে জানান।  

পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত সেন জানান, বাংলাদেশের কুমিল্লা থেকে ত্রিপুরার সোনামুড়া সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন তারা।  

আটকরা হলেন, মোহাম্মদ নূর, মোহাম্মদ আব্দুল্লা ও আসমাউল হুসনা। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

 

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক