গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা।

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মিফকিফ অ্যাপারেল লিমিটেড এর শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (২৮ মে) সকালে নগরীর টঙ্গী সাতাইশ এলাকা থেকে কারখানা শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এরপর বিক্ষোভ শেষে পুনরায় হারিকেন এলাকায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের বাসভবনের সামনের সড়ক বন্ধ করে অবস্থান নেন তারা।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ জানায়, সকাল ১১টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখে কারখানার শ্রমিকরা ।

এরপর তাদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

news24bd.tv/ab