বার্সার নতুন কোচ হ্যান্সি ফ্লিক

বার্সার নতুন কোচ হ্যান্সি ফ্লিক

বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হওয়া বার্সেলোনার সেই স্মৃতি ভোলেননি বহু ফুটবল ভক্তরাই। বায়ার্ন মিউনিখের ঠিক সেসময়কার কোচ হ্যান্সি ফ্লিকই হতে চলেছেন বার্সেলোনার নতুন কোচ।

শুক্রবার (২৪ মে) জাভি হার্নান্দেজকে বরখাস্ত করার পর কাতালান এই ক্লাবটি শেষ পর্যন্ত ফ্লিকেই ভরসা রাখছে বলে জানা গেছে।

শুক্রবার (২৪ মে) জাভিকে বরখাস্তের এক বিবৃতি দেয় বার্সেলোনা।

এর ঘণ্টাখানেক পর ইতালির স্বনামধন্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে জানান, কাতালানদের নতুন কোচ হচ্ছেন ফ্লিক। তাকে নিয়ে দুই পক্ষের সমঝোতা হয়ে গিয়েছে। এখন অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার। ইতোমধ্যে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি হয়ে গেছে।

আরও পড়ুন: বরখাস্ত হলেন জাভি

উল্লেখ্য, গত বিশ্বকাপে ফ্লিকের অধীনে জার্মান জাতীয় দলের ব্যর্থতার পর তাকে বরখাস্ত করে জার্মান ফুটবল ফেডারেশন (ডিএফবি)। ফ্লিকের সাথে দুজন জার্মান সহকারীকে আগামী মৌসুম থেকে দেখা যাবে।

news24bd.tv/SC