ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

সাতক্ষীরা প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উক্ত প্রস্তুতি সভায় যোগ দেন।

ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় শুক্রবার (২৪ মে) ও শনিবার (২৫ মে) জেলায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উপকূলীয় এলাকার বেশি ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ চিহ্নিত করে বালি ভর্তি জিও ব্যাগ দিয়ে সংস্কার ও ১৬৯টি আশ্রয় কেন্দ্রসহ ৮৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহারের উপযোগী করা হচ্ছে। এছাড়া ৬ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে জরুরী কাজে অংশগ্রহণের জন্য। এছাড়া জরুরী ত্রাণকার্যে ব্যবহারের জন্য ৫ লাখ ২৫ হাজার টাকা মজুদ রয়েছে।

প্রস্তুতি সভায় এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো: সালাউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সরোয়ার হোসেনসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য কর্মকর্তারা।

news24bd.tv/SC 

এই রকম আরও টপিক