আর্থিক খাতের অপচয়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু

আর্থিক খাতের অপচয়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে: ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক

দেশের আর্থিক খাতের অপচয়কারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের হল রুমে উন্নয়ন সমন্বয়-এর উদ্যোগে আসন্ন বাজেট বিশ্লেষণ করতে সংসদ সদস্য ও অংশীজনদের সহযোগিতায় আমাদের সংসদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, এবারের বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিতে হবে আর্থিক খাতের দুর্নীতি ও অর্থ পাচার বিষয়ে। কারণ হিসেবে তিনি বলেন, ডলার সংকট আর মুদ্রাস্ফীতির মূল কারণ আর্থিক খাতের দুর্নীতি।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়-এর সভাপতি আতিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য  রাশেদ খান মেনন।

news24bd.tv/আইএএম