দেশের চলমান সংকট মোকাবেলায় ব্যর্থ সরকার: জয়নুল আবদীন ফারুক

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

দেশের চলমান সংকট মোকাবেলায় ব্যর্থ সরকার: জয়নুল আবদীন ফারুক

নিজস্ব প্রতিবেদক

দেশের চলমান সংকট বর্তমান সরকারকে দিয়ে সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। মঙ্গলবার (১৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফারুক বলেন, যে দেশ গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এবং সীমান্তে মানুষ মারে তাদের খাদ্যপন্যে বিষ পাওয়া যাচ্ছে। যে দেশ পানির ন্যায্য হিসাব দিতে পারে না, যে দেশের কাছ থেকে সীমান্তে হত্যার বিচার পাওয়া যায় না, সেই দেশের সমর্থনে এখনও সরকার কিভাবে কথা বলে?

ফারুক আরও বলেন, সরকার বিরোধী নেতাদের কারাগারে নেয়ার খবর রাখে কিন্তু মানুষের খবর নেয়ার প্রয়োজন মনে করে না।

জনগনের ভোটে নির্বাচিত না হওয়ায় সরকার জনগনকে তোয়াক্কা করে না। দেশের মানুষের ওপর সরকারের আস্থা নেই কিন্তু কিছু সংখ্যক লোক যারা তাদের ক্ষমতায় রাখছে তাদের ওপর সরকারের আস্থা।

ভারতের সাথে অবৈধ চুক্তি বাতিল করতে হবে উল্লেখ করে ফারুক বলেন, সংবিধান ধ্বংস করে বাকশাল কায়েমের অভিনব প্রচেষ্টা করছে সরকার। লু নিয়ে উৎসাহিত বিএনপি নয় বরং আওয়ামী লীগ।

এসময় অবৈধ, অনির্বাচিত সরকারের পতনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার আহ্বান জানান বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা।

news24bd.tv/ab