পায়ুপথ, ট্রাক-বাসে স্বর্ণ পাচারকালে পেট্রাপোলে ধরা!

পায়ুপথ, ট্রাক-বাসে স্বর্ণ পাচারকালে পেট্রাপোলে ধরা!

অনলাইন ডেস্ক

৫ কেজি ৮৪০ গ্রাম ওজনের ৫০টি স্বর্ণবারসহ ৪ পাচারকারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জব্দ স্বর্ণের বারগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৩০ লাখ ৬৬ হাজার ১৬৫ টাকা।

বুধবার (০৮ মে) সন্ধ্যায় ভারতের ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফ এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বিএসএফ জানায়, বাংলাদেশি পাসপোর্টধারী শরীয়তপুরের মাতবরকান্দি উপজেলার আব্দুল হোসেন মোল্লার স্ত্রী দিলরুবা আক্তার।

বেনাপোল কাস্টমস পার হয়ে ভারতে ঢোকার পর তার গতিবিধি দেখে সন্দেহ হয় ইমিগ্রেশনের নিরাপত্তায় নিয়োজিত বিএসএফের। এসময় তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পায়ুপথ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

একই দিন পেট্রাপোল সীমান্ত থেকে কলকাতা যাওয়ার পথে বাস থেকে দুই ভারতীয় নাগরিককে ১৮টি স্বর্ণের বারসহ আটক করে বিএসএফ।

এরা হলেন, উত্তর ২৪ পরগণার পশ্চিমবঙ্গের আকারে অবস্থিত ধাকপাদা গ্রামের হরিপদ রায়ের ছেলে তাপস রায় ও কোরবাগার জেলার নামনগর গ্রামের অনুপ লুমার ছেলে অভিজিৎ।

একই সময় পেট্রাপোল বন্দর থেকে ভারতীয় ট্রাকচালক পোলতা গ্রামের দিলিপ মণ্ডলের ছেলে উজ্জ্বল মণ্ডলকে ৩০ টি স্বর্ণের বারসহ আটক করে বিএসএফ।

তিনি বেনাপোল বন্দর থেকে মনসুর শেখ নামে এক ব্যক্তির দেওয়া ৩০টি স্বর্ণের বার নিয়ে ট্রাকে লুকিয়ে ভারত যাচ্ছিল।

ভারতের ২৪ পরগনা সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের পাবলিক রিলেশন অফিসার ডিআইজি শ্রী এ কে আর্য স্বর্ণের বার জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক