গাছ লাগানো ও কাটা প্রসঙ্গে হাইকোর্টের রুল জারি

হাইকোর্ট ভবন।

গাছ লাগানো ও কাটা প্রসঙ্গে হাইকোর্টের রুল জারি

নিজস্ব প্রতিবেদক

গাছ লাগানো এবং কাটার ক্ষেত্রে পরিবেশ বান্ধব আইন-নীতি তৈরি না করা এবং দাবদাহ নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে গাছ লাগানো এবং কাটার ক্ষেত্রে পরিবেশবান্ধব নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

সোমবার (৬ মে) বিচারপতি নাইমা হায়দারও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এর আগে রোববার (৫ মে) পরিবেশ রক্ষায় রাজধানী ঢাকাসহ সারা দেশের গাছ কাটা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী তানভীর আহমেদ।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক