‌‘ট্যানারি শ্রমিকদের মজুরি ২২৭৭৬ টাকা বাস্তবায়ন সম্ভব নয়’

‌‘ট্যানারি শ্রমিকদের মজুরি ২২৭৭৬ টাকা বাস্তবায়ন সম্ভব নয়’

হুসাইন শাহদাৎ

ট্যানারি শ্রমিকদের ন্যুনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। তবে এই মজুরি কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব নয়, বলছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন।

শনিবার ধানমন্ডিতে নিজস্ব কার্যালয়ে ট্যানারি শিল্পে ন্যুনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনায় চামড়া শিল্পের জন্য ন্যুনতম মজুরি কাঠামো প্রস্তাবতা তুলে ধরে সিপিডি।

যেখানে বলা হয়, সবশেষ ২০১৮ সালে সাড়ে ১৩ হাজার ন্যুনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল।

তবে ৬০ শতাংশ শ্রমিক সেই মজুরি পাচ্ছে না।  

সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, গত পাঁচ বছরের মূল্যস্ফীতি হিসেবে নিয়ে নতুন এই মজুরি কাঠামো প্রস্তাব করা হয়েছে।

জবাবে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহীন আহমেদ বলেন, বিদ্যুৎ, জ্বালানিসহ বিভিন্নভাবে এ খাতে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে বিপরীতে কমেছে এ খাতে রপ্তানি আয়। শিল্পের সক্ষমতা বিবেচনায় এই মুহূর্তে সিপিডির প্রস্তাবিত মজুরি মেনে নেওয়া সম্ভব নয়।

news24bd.tv/তৌহিদ