মহান মে দিবসে টাঙ্গাইলে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি

মহান মে দিবসে টাঙ্গাইলে আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচি

টাঙ্গাইল প্রতিনিধি

মহান মে দিবস পালনে টাঙ্গাইলে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগের দুই গ্রুপ। দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগে বিভক্তির জেরে এই পাল্টাপাল্টি কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে।

উভয়পক্ষ টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলো। কিন্তু জেলা প্রশাসন উভয়পক্ষকে পৌর উদ্যানে সমাবেশ করার জন্য অনুমতি দেয়নি।

বুধবার বেলা ১১টার পর থেকে আওয়ামী লীগের দুই গ্রুপ ‘পৃথক দুটি ব্যানারে’ মে দিবস পালন করছে। এক পক্ষে রয়েছে বিগত জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ‘নৌকা’ প্রতীকের সমর্থকরা জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে।

অপরদিকে রয়েছে ‘ঈগল’ প্রতীকের সমর্থকরা টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে শ্রমিক সমাবেশের ডাক দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে পৌর শহরের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে মে দিবস শ্রমিক সমাবেশ চলছে।

এখানে বিগত নৌকা প্রতীকের সমর্থকরা উপস্থিত রয়েছেন।

অপরপক্ষ টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে পৌর শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মে দিবস পালন করছে। এখানে বিগত নির্বাচনে ঈগল প্রতীকের সমর্থকরা উপস্থিত রয়েছে।

news24bd.tv/FA