দেশের কিছু এলাকায় ভূমিকম্প

ভূমিকম্প

দেশের কিছু এলাকায় ভূমিকম্প

অনলাইন ডেস্ক

রাজশাহী বিভাগের বিভিন্ন জায়গায় এবং কুষ্টিয়া এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে এ ভূমিকম্প হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৪।

অ্যান্ড্রোয়েড আর্থকোয়াক অ্যালার্ট সিস্টেমের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের উত্তরপূরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

রিখটার স্কেলে এর মাত্রা কম থাকায় বেশিরভাগ মানুষ ভূমিকম্পটি অনুভব করতে পারেননি।

আশিক নামের রাজশাহী সদরের এক বাসিন্দা সংবাদ মাধ্যমকে জানান, তিনি খুবই হালকা কাঁপুনি অনুভব করেছেন। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্প হওয়ার বিষয়টি বুঝতেও পারেননি।

এদিকে, মেহেরপুরের এক স্কুলশিক্ষক ফেরদৌস আহমেদ জানান, রাত ৮টা ৫ মিনিটের দিকে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

স্থায়িত্ব প্রায় ৪/৫ সেকেন্ড ছিল। এ সময় পরিবারের সবাইকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে পড়ি।  

জেলার নওপাড়া গ্রামের আব্দুর রহমান নামের একজন জানান, এলাকায় ভূমিকম্প হওয়ায় মানুষজন ঘর থেকে বাইরে বের হয়ে আসেন।

মেহেরপুর শহরেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানান শহরের হালদারপাড়া এলাকার সৌরভ ও শাহাবুদ্দিন।

গাংনী উপজেলা শহরের ব্যবসায়ী জাফর ও তার কর্মচারী ঝন্টু মিয়া বলেন, পরপর দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথমবার বুঝতে পারিনি। পরের বার যখন হয় ৫/৬ সেকেন্ড ছিল। দোকানের সব মালামাল ঝাঁকুনি খেয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর জেলা প্রশাসক শামীম হোসেন জানান, বিষয়টি নিজেও অনুভূত হয়েছি। তবে ভূমিকম্পের উৎপত্তিস্থল এখনও জানা সম্ভব হয়নি।

আবহাওয়া দপ্তরের ঢাকা অফিসের ওয়্যালেস অপারেটর জহিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, ভূমিকম্পের ব্যাপারে তারা এখনো কিছু জানতে পারেননি। ভূমিকম্প রেকর্ড করার মতো শক্তিশালী তথ্যও তাদের কাছে আসেনি।

এছাড়া ভারতীয় সংবাদমাধ্যমগুলোতেও এ ভূমিকম্পের ব্যাপারে খুব বেশি কোনো তথ্য দেওয়া হয়নি।  

news24bd.tv/আইএএম