মায়ামির জয়ের দিনে জোড়া গোল মেসির

মায়ামির জয়ের দিনে জোড়া গোল মেসির

অনলাইন ডেস্ক

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির হয়ে গোলের ধারা অব্যাহত রেখেছেন। কিছুদিন আগে ন্যাশভিলের বিপক্ষে একটি ম্যাচে জোড়া গোল করেছিলেন তিনি। রোববার (২৮ এপ্রিল) ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে আবার জোড়া গোল করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক।

এতে করে ইন্টার মায়ামিকে ৪-১ ব্যবধানের জয় এনে দিয়েছেন মেসি।

এই ম্যাচে ৪-১ গোলে জয় পায় মায়ামি। রোববার সাড়ে ৫টায় এমএলএসের ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও নিউ ইংল্যান্ড রেভুল্যুশন। এই জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটা ধরে রেখেছে ইন্টার মায়ামি।

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না।

প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম্যাচের ৪০ সেকেন্ডেই এগিয়ে যায়। তবে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি মায়ামি। ৩২ মিনিটে বুসকেটসের বাড়ানো বল থেকে সমতা আনেন মেসি। প্রথমার্ধ শেষ হয় ১-১ ব্যবধানে।

৬৭ মিনিটে আবারও দলকে এগিয়ে দেন মেসি। বুসকেটসের পাসে বক্সে বল পেয়েই শটে জালে পাঠান মেসি। তাতে রেকর্ডের খাতায় নাম লেখান মেসি। মেজর লিগ সকারে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে দুই বা তার বেশি গোলে অবদান রেখেছেন মেসি।

এরপর ম্যাচের ৮৩ মিনিটে মেসি আবারও বক্সে বল পেয়ে শট নেন। নিউ ইংল্যান্ড গোলকিপার তা ফিরিয়ে দিলে বল জালে পাঠান ক্রামাশ্চি। পরের গোলেও আছে মেসির ছোঁয়া। বক্সের খানিকটা বাইরে বল পান মেসি। সামনে থাকা এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে পাস দেন বাঁ-পাশে থাকা সুয়ারেজকে। চিপ শটে স্কোরলাইন ৪-১ করেন সুয়ারেজ।

মেসি পাসটি দেওয়ার সময় বক্সে ছিলেন ইন্টার মায়ামির পাঁচ খেলোয়াড়। এই অ্যাসিস্টেও দারুণ এক রেকর্ড গড়েছেন মেসি। এমএলএস এর ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে মৌসুমে প্রথম ৭ ম্যাচে অন্তত ১৫ (১৬) গোলে অবদান রাখলেন মেসি। চলতি মৌসুমে লিগে মেসি গোল করেছেন ৯টি, যা তাকে এরই মধ্যে লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। অ্যাসিস্ট করেছেন চারটিতে। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে মেসির গোল হলো ১১টি, অ্যাসিস্ট রয়েছে ছয়টি।

এই জয় নিয়ে মোট ১১ ম্যাচে ৬টি জয় ও ৩ ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে মায়ামি। দুই কনফারেন্স মিলিয়েও একই অবস্থানে রয়েছে মেসির দল। দ্বিতীয় স্থানে থাকা লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির পয়েন্টও ১১ ম্যাচে সমান ২১। যদিও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান দ্বিতীয় নম্বরে। ইন্টার মায়ামির গোল ব্যবধান ১০। অপরদিকে গ্যালাক্সির ৬।

news24bd.tv/SC