সত্যিই কি তামিম, মুশফিকরা নারী আম্পায়ারের অধীনে খেলতে চাননি?

নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। ছবি: সংগৃহীত

সত্যিই কি তামিম, মুশফিকরা নারী আম্পায়ারের অধীনে খেলতে চাননি?

অনলাইন ডেস্ক

ডিপিএলে সবগুলো ম্যাচ জিতে আগেই শিরোপার কাছে পৌঁছে গিয়েছে আবাহনী। এখন রানার্সআপ হওয়ার দৌড়ে লড়াই করছে মোহামেডান, প্রাইম ব্যাংক, শেখ জামালরা।

গত বৃহস্পতিবার মিরপুরে সুপার সিক্সের ম্যাচে মুখোমুখি হয় প্রাইম ব্যাংক ও মোহামেডান। সেই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন সাথিরা জাকির জেসি।

অভিজ্ঞতার কারণে ক্লাব কর্মকর্তারা তার অধীনে খেলতে অসন্তুষ্ট প্রকাশ করে খেলার শুরুতে। পরে তামিম, মুশফিক, মাহমুদউল্লাহরা খেলতে রাজী হলে মাঠে গড়ায় ম্যাচ।

ম্যাচ চলাকালীন মুশফিকুর রহিমের আউট নিয়েও অসন্তুষ্ট প্রকাশ করে প্রাইম ব্যাংক। সে কারণে ১৫ মিনিট বন্ধ থাকে খেলা।

যদিও শেষ পর্যন্ত তামিম, মুশফিকের প্রাইম ব্যাংককে ৩৩ রানে হারিয়ে টেবিলের দ্বিতীয়স্থান জায়গাটি ধরে রাখে মতিঝিলের দলটি।

এই বিষয়ে আম্পায়ারস কমিটির চেয়ারম্যান ইফতেখার মিঠু সঙ্গে কথা বলা হলে তিনি জানান, ক্লাবগুলো শুরুতে অসন্তুষ্ট প্রকাশ করলেও পরে ক্রিকেটারদের চাওয়াতেই ম্যাচ মাঠে গড়ায়। ডিপিএলের বাকি তিন রাউন্ডের ম্যাচগুলোতেও নারী আম্পায়ারের পাশাপাশি ম্যাচ রেফারি রাখা পরিকল্পনাও রয়েছে তাদের।

অভিজ্ঞতা বাড়াতে এখন ম্যাচগুলোতে নারী আম্পায়ারদের দায়িত্ব দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি। এদিকে, সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেন, লিখিতভাবে ক্লাবগুলোর পক্ষ থেকে কোন অভিযোগ পাননি তারা।

news24bd.tv/DHL